ভারতে দিল্লির আদালতে হত্যাকাণ্ডের ঘটনার দু’দিন পর দুইজনকে আটক করেছে পুলিশ। রোহিনি আদালতের গেটের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয় তাদের।
আটককৃতদের নাম উমাং ও বিনয়। দু’জনেই রাজধানী দিল্লির উত্তর পশ্চিমাঞ্চলীয় হায়দারপুরের বাসিন্দা। ঘটনার দিন দুই হামলাকারীকে সাথে নিয়ে একটি মলে ঢুকে আইনজীবীদের পোশাক পরে উমাং। আদালতের গেটে গাড়িতে অপেক্ষা করছিলেন তিনি।
পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের পর গাড়িতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল দলটির। তবে দু’জন হামলাকারী নিহত হওয়ায় গাড়ি নিয়ে পালিয়ে যায় সে।
শুক্রবার দুপুরে কুখ্যাত ডন জিতেন্দর গোগিকে তোলা হয় দিল্লির আদালতে। সেসময় আইনজীবীর পোশাকে থাকা, তার প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর দুই সন্ত্রাসীর গুলিতে প্রাণ যায় তার। ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারীরা।
এনএনআর/
Leave a reply