মুনিয়া ধর্ষণ ও হত্যা মামলা: শর্তসাপেক্ষে ইব্রাহিমের আগাম জামিন

|

কলেজ শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি ইব্রাহিম আহমেদ রিপনকে পাসপোর্ট জমা দেয়ার শর্তে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২৬ সেপ্টেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ারের বেঞ্চ আগামী ছয় সপ্তাহের জন্য আসামি ইব্রাহিমকে আগাম জামিন দিয়েছে। মুনিয়া যে বাসায় ভাড়া থাকতেন ইব্রাহিম সে বাসার মালিক।

এর আগে মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে ওই মামলাটি করেন। মামলায় আসামি করা হয়েছে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, আনভীরের মা আফরোজা, আনভীরের স্ত্রী সাবরিনা, আনভীরের বাবা আহমেদ আকবর সোবহান, শারমিন, সাফিয়া রহমান মিম, মডেল পিয়াসা ও ইব্রাহিম আহমেদ রিপনকে। পরে বিচারিক আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটির বিষয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply