চলমান প্রকল্প শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য সংখ্যা হবে ১৬ হাজার। এ সংখ্যা ২২ হাজারে উন্নিত করার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মিরপুরে ফায়ার সার্ভিস ট্রেনিং সেন্টারে ৪১তম অফিসার প্রশিক্ষণের সমাপনি কুচকাওয়াজ শেষে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার মতে, ফায়ার সার্ভিস এখন আর আগের দমকল বাহিনী নেই। এটা এখন প্রশিক্ষিত সদস্যদের একটি সুসজ্জিত বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ফায়ারের উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতি থানায় একের অধিক ফায়ার স্টেশন গড়ে তোলা হবে। কুচকাওয়াজ শেষে ফায়ার ফাইটারদের প্রতি দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বিকারে প্রস্তুত থাকতে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবার ৪৪ জন ফায়ার সদস্য তাদের প্রশিক্ষণ শেষ করলেন।
এনএনআর/
Leave a reply