বিশ্বজুড়ে করোনা টিকা সমবণ্টনের আহ্বান জানালেন, ব্রিটেনের প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল।
শনিবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যালে এ আহ্বান জানান তারা।
ভ্যাকসিনের বেশিরভাগই ক্ষমতাধর দেশগুলোর দখলে যাওয়ায় উদ্বেগ জানান এ দম্পতি। তারা বলেন, উৎপাদন অনুযায়ী চলতি বছর প্রতিটি দেশের ৭০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার সুযোগ ছিল। অথচ উৎপাদিত ভ্যাকসিনের বেশিরভাগই চলে গেছে ধনী ১০টি দেশের কাছে।
এটিকে চরম অন্যায় ও মানবাধিকার লঙ্ঘন বলে আখ্যা দেন হ্যারি-মেগান। দরিদ্র দেশগুলোতে টিকা সরবরাহে আন্তর্জাতিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।
Leave a reply