জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
আদেশে আদালত বলেন, আগামী চার মাসের জন্য খালেদা জিয়ার অন্তবর্তী জামিন মঞ্জুর করা হয়েছে।
এদিকে আদেশের পর খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলেছেন, সরকার অন্য মামলায় খালেদা জিয়াকে গ্রেফতার না দেখালে তার মুক্তি পেতে কোনো বাধা নেই।
এর আগে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জামিনাদেশ দুই মাসের জন্য স্থগিত রাখার আবেদন জানালে আদালত তাতে সাড়া দেননি। আদেশের পর অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, শিগগিরই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে।
গত ৮ ফেব্রুয়ারি এই মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. আক্তারুজ্জামান খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায়ের দিন থেকে নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন বিএনপি চেয়ারপারসন।
Leave a reply