যুক্তরাষ্ট্রের সীমান্ত এলাকা থেকে অভিবাসনপ্রার্থীদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনছে মেক্সিকো। শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতেও আড়াইশো মানুষকে সরানো হয় এই এলাকা থেকে।
মেক্সিকোর জাতীয় অভিবাসন প্রতিষ্ঠান হুঁশিয়ারি দিয়ে বলেছে কোনোভাবেই যুক্তরাষ্ট্রের সীমান্ত এলাকায় থাকতে দেয়া হবেনা অভিবাসনপ্রার্থীদের। তাদের সিউদাদ অ্যাকুনার ক্যাম্পেই থাকতে হবে। নতুবা তাদের লাতিন আমেরিকার সর্ববৃহৎ শরণার্থী কেন্দ্র তাপাশুলায় যেতে হবে। সেখান থেকে তাদের নিজ দেশ হাইতিতে ফেরত পাঠাবে মেক্সিকো সরকার।
চলতি মাসের শুরু থেকেই যুক্তরাষ্ট্রে প্রবেশের লক্ষ্যে ‘দেল রিও’ এলাকায় জমায়েত হন ১৫ হাজারের বেশি মানুষ। যাদের বেশিরভাগই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ও রাজনৈতিক অস্থিরতার শিকার হাইতির মানুষ। তবে মার্কিন প্রশাসনের অভিযোগ করে বলেছে তাদের অনেকেই এতদিন তৃতীয় কোনো দেশে ছিলো। সুযোগ পেয়ে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের চেষ্টা করছেন তারা।
Leave a reply