Site icon Jamuna Television

ভারতকে অনুসরণ না করার পরামর্শ আফ্রিদির

ছবি: সংগৃহীত

পাকিস্তানে খেলতে এসে নিরাপত্তার কারণ দেখিয়ে ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে সিরিজ বাতিল করে নিউজিল্যান্ড। একই কারণ দেখিয়ে খেলতে আসেনি ইংল্যান্ডও। এ নিয়ে বেজায় ক্ষুদ্ধ দেশটির সাবেক ক্রিকেটাররা। এতে ভারতের হাত দেখছেন অনেকে। এবার আফ্রিদিও এ কারণে দোষ চাপালেন ভারতের ওপর।

নিউজিল্যান্ডের সিরিজ বাতিলে বেজায় ক্ষুদ্ধ আফ্রিদি বলেন, একটা দেশ উপুর্যপুরি আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু বাকি দেশগুলোর একই ভুল করা উচিত নয়। শিক্ষিত হয়েও তাদের ভারতকে অনুসরণ করা নিয়েও এসময় প্রশ্ন তোলেন তিনি।

আফ্রিদি আরও বলেন, একসময় ভারত থেকে আমাদের ওপর হুমকি আসত। তারপরও সেখানে খেলতে যেতাম আমরা। করোনায় বিপর্যস্ত ইংল্যান্ডেও খেলে এসেছি। কিন্তু একটা ভুয়া ইমেল পেয়ে ভয়ে দেশে ফিরে গেল নিউজিল্যান্ড। এটা একেবারেই ঠিক নয়। যেভাবে দেশটি পাকিস্তান ছেড়েছে তা ক্ষমার অযোগ্য।

Exit mobile version