ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ নর্থ লন্ডন ডার্বিতে টটেনহ্যাম হটস্পারকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল। এ নিয়ে টানা তিন ম্যাচে জয়ের স্বাদ পেলো মিকেল আর্টেটার দল।
ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে এ দিন দারুণ আক্রমণাত্মক শুরু পায় আর্সেনাল। ম্যাচের ১২ মিনিটেই এমিল স্মিথের গোলে লিড নেয় ক্লাবটি। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন পিয়েরে এমেরিক অবামেয়াং। মিনিট ছয়েকের মাথায় স্কোরলাইন ৩-০ করে ফেলে গানাররা। এবার স্কোরশিটে নাম তোলেন বুকায়ো সাকা।
প্রথমার্ধে গানারদের দাপটেই নুনোর শিষ্যরা পড়ে যান লন্ডন ডার্বিতে বিব্রতকর ফলাফলের মুখে। আর্সেনালের সাম্প্রতিক দুর্দশার দিকে তাকালে অবশ্য স্পার্সদের অফফর্মের কথাও অনেকে ভুলে যেতে পারে। তবে এমিরেটস স্টেডিয়ামে আর্টেটার শিষ্যদের হাই প্রেসিংয়ের মুখে বলের দখল বারবার হারিয়ে ফেলছিল হ্যারি কেইনরা।
বিরতির পর হ্যারি কেইন বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন। তবে ম্যাচের ৭৯ মিনিটে ব্যবধান কমান সন হিউং মিন। তাতে পরাজয় এড়াতে পারেনি স্পার্স। এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ম স্থানে আছে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়ে তাদের পরেই অবস্থান টটেনহ্যামের।
/এম ই
Leave a reply