রোহিতের মুম্বাইকে হারালো কোহলির বেঙ্গালুরু

|

হ্যাটট্রিক উদযাপন করছেন হার্শাল প্যাটেল। ছবি: সংগৃহীত

আইপিএলের ম্যাচে গত রোববার (২৬ সেপ্টেম্বর) হার্শাল প্যাটেলের হ্যাটট্রিকে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫৪ রানে হারিয়েছে ভিরাট কোহলির রয়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের দেয়া ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১১১ রানে অলআউট হয় মুম্বাই।

দুবাই টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই দেবদূত পাড্ডিকালের উইকেট হারায় বেঙ্গালুরু। তবে অধিনায়ক ভিরাট কোহলি ও গ্ল্যান ম্যাক্সওয়েলের অর্ধশতকে ১৬৫ রানের পুঁজি পায় দলটি। কোহলি ৪২ বলে ৫১ ও ম্যাক্সওয়েল করেন ৩৭ বলে ৫৬ রান। ৩ উইকেট নেন জাসপ্রিত বুমরাহ।

জবাবে মুম্বাইকে দারুণ শুরু এনে দেন রোহিত শর্মা ও কুইন্টন ডি কক। ৫৭ রানের উদ্বোধনী জুটি গড়ে বিদায় নেন ডি কক। আর ৪৩ রান করে সাজঘরে ফেরেন রোহিত। তারপরই মড়ক লাগে মুম্বাইয়ের ইনিংসে। এবারের আসরে মাঝের ওভারগুলোয় ইশান কিষাণ, সুর্যকুমারদের ব্যর্থতায় ধুঁকতে হচ্ছে মুম্বাইকে। যুজবেন্দ্র চাহালের স্পিন ও হার্শাল প্যাটেলের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে শেষ ৩০ রানে ৯ উইকেট হারায় দলটি। হ্যাটট্রিক করেন হার্শাল প্যাটেল। মাত্র ১৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। ৪ ওভারে ১১ রানে ৩ উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল।

 

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply