দাড়ি কামানোয় তালেবানের নিষেধাজ্ঞা

|

ছবি: সংগৃহীত

এবার আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে দাড়ি কামানো এবং চেঁছে ফেলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান। দাড়ি কামানো শরিয়াহ আইনের লঙ্ঘন, তাই এই নির্দেশ দেয়া হয়েছে বলে জানানো হয়।

হেলমান্দ প্রদেশের সেলুনগুলোতে তালেবান কর্তৃপক্ষের সতর্কতামূলক বিজ্ঞপ্তি ঝুলতে দেখা যায়। যাতে বলা হয় চুল এবং দাড়ি কাটায় অবশ্যই শরিয়া আইন মেনে চলতে হবে। এই নির্দেশ না মানলে তালেবানের বিধান অনুযায়ী শাস্তিও পেতে হবে তাদের।

এ ঘটনার পর প্রদেশটির নাপিত এবং সেলুন মালিকদের মাঝে আতঙ্ক ছড়িয়েছে বলে জানিয়েছে বিবিসি। এমনকি লুকিয়ে দাড়ি কাটা হয় কিনা তা জানার জন্য ছদ্মবেশে তালেবান সদস্যরা পাহারা দেবে বলেও জানানো হয়।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান যখন প্রথম ক্ষমতায় ছিল, তখন তারা স্টাইল করে চুল কাটা নিষিদ্ধ করেছিল। এ ছাড়া পুরুষদের দাড়ি রাখার ব্যাপারে জোর দিয়েছিল।

তালেবান এবার ক্ষমতা দখলের পর বলেছিল যে তারা অতীতের মতো কট্টরপন্থায় দেশ চালাবে না। কিন্তু তালেবানের কার্যক্রমের সঙ্গে তাদের কথার মিল পাওয়া যাচ্ছে না।

গত মাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। চলতি মাসের শুরুর দিকে তারা সরকার গঠনের ঘোষণা দেয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply