ইউরোপে কি গঠিত হবে প্রথম নারী সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্ট?

|

ভোট দিচ্ছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী কাত্রিনা জ্যাকবদত্তির। ছবি: সংগৃহীত

মনে করা হয়েছিল, আইসল্যান্ডের পার্লামেন্টে পুরুষের চেয়ে বেশি নারী এমপি নির্বাচিত হবার মাধ্যমে ইউরোপের কোনো দেশে প্রথমবারের মতো নার্রী সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্ট গঠিত হতে যাচ্ছে। তবে নতুন ভোট গণনার পর দেখা গেছে, নির্বাচনে বিজয়ী নারী এমপির সংখ্যা পুরুষ এমপিকে ছাড়িয়ে যায়নি।

প্রথম ধাপের ভোট গণনায় দেখা গিয়েছিল, ৬৩ সিটের মধ্যে ৩৩ টিতে জিতেছে নারীরা। তবে পরবর্তী ফলাফল প্রকাশের পর জানা যায়, ৩৩ নয়, ৩০ টি সিটে জয়লাভ করেছে নারীরা।

ইউরোপের কোনো দেশেই নির্বাচিত নারী এমপির শতকরা হার পঞ্চাশ শতাংশকে স্পর্শ করেনি। সবচেয়ে কাছে যাওয়ার ঘটনাটি সুইডেনের। সর্বোচ্চ ৪৭ শতাংশ নারী এমপি ছিল সেখানে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের নির্বাচনে।

আইসল্যান্ডে নারীদের জন্য নেই কোনো সংরক্ষিত আসন। তবে রাজনৈতিক দলগুলোয় একটি নির্দিষ্ট অনুপাতে নারী সদস্যের উপস্থিতি থাকতে হয়।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বে কিউবা, রুয়ান্ডা এবং নিকারাগুয়ার পার্লামেন্টে পুরুষের তুলনায় নারী এমপি বেশি রয়েছে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply