কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করবে দ.কোরিয়া

|

ছবি: সংগৃহীত।

দক্ষিণ কোরিয়ায় কুকুরের মাংস খাওয়া একটি পুরাতন রীতি। সেখানে বছরে অন্তত ১০ লাখ কুকুরের মাংস খাওয়া হয়। কিন্তু এই রীতি বন্ধ করার পরামর্শ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মুন জে-ইন।

সম্প্রতি এমন খবর নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্যা গার্ডিয়ান।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সাপ্তাহিক বৈঠকে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম বু-কায়ুমের কাছে প্রেসিডেন্ট মুন জে-ইন জানতে চান, দেশে কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করার সময় কি এখনও আসেনি? 

দেশটিতে দীর্ঘ দিন ধরেই পশু অধিকারকর্মীরা দাবি করছেন, যেন কুকুরের মাংস খাওয়া বন্ধ করা হয়। এ জন্য তারা দেশটির সরকারকে চাপ দিয়ে আসছিলেন। এখন প্রেসিডেন্টের এই বক্তব্যে পর দেশটিতে কুকুরের মাংস খাওয়া বন্ধের দাবি আরও জোরালো হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় পশু পালন বাড়ছে। বাড়িতে অনেকে কুকুর পালন করছেন। এর মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট মুনও। তিনি কুকুর খুব পছন্দও করেন। প্রেসিডেন্সিয়াল প্রাসাদে রয়েছে বেশ কয়েকটি কুকুর।

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply