দেশে পৌঁছেছে ফাইজারের আরও ২৫ লাখ ডোজ টিকা

|

ফাইল ছবি।

দেশে পৌঁছেছে ফাইজার ও বায়োএনটেকের তৈরি আরও ২৫ লাখ ডোজ করোনা টিকা। সকাল পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ভ্যাকসিন বহনকারী বিমান।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) কোভ্যাক্সের আওতায় এই টিকা পেয়েছে বাংলাদেশ। ফাইজারের এ টিকা সংরক্ষণ করতে হয় হিমাঙ্কের নিচে মাইনাস ৯০ ডিগ্রি থেকে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সংরক্ষণ আর পরিবহন জটিলতার কারণে প্রাথমিকভাবে কেবল ঢাকায় বাছাই করা কয়েকটি কেন্দ্রে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে।

তৃতীয় দফায় ২৫ লাখসহ সব মিলিয়ে ফাইজারের ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ টিকা পেলো বাংলাদেশ। ফাইজার ছাড়াও কোভ্যাক্সের আওতায় মডার্না, অ্যাস্ট্রাজেনেকা ও সিনোফার্মের টিকা পাচ্ছে বাংলাদেশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply