সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে মালদ্বীপের উদ্দেশে যাত্রা করেছে জাতীয় ফুটবল দল। যেখানে ম্যাচ বাই ম্যাচ জিতে শিরোপার পথে হাটতে চান অধিনায়ক জামাল ভুঁইয়া।
আসরের প্রথম ম্যাচেই জামালদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আর ২য় ম্যাচ শক্তিশালী ভারতের বিপক্ষে। নতুন কোচ অস্কার ব্রজনের বিশ্বাস সাফে ভালোই করবে বাংলাদেশ। অল্প সময়েই নতুন কৌশল মানিয়ে নিয়েছে জামাল ভূইয়ারা।
তবে ফিফার ছাড়পত্র না পাওয়ায় এলিটা কিংসলেকে ছাড়াই মালদ্বীপে পাড়ি দিলো দল। যা হতাশ করেছে অধিনায়ক জামাল ভুইয়াকে। তবে ডিফেন্ডার তপু বর্মণের দাবি, সম্প্রতি মালদ্বীপে এএফসি কাপে খেলার অভিজ্ঞতা কাজে দেবে এবারের সাফ আসরে।
ইউএইচ/
Leave a reply