আধাঘণ্টার ব্যবধানে এক নারীকে দেয়া হলো দুই ডোজ টিকা

|

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের হরিরামপুরে ৩০ মিনিটের ব্যবধানে রোকেয়া বেগম (৪৫) নামের এক নারীকে দুই ডোজ টিকা দেয়া হয়েছে।

মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে।

মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ মঙ্গলবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। টিকাগ্রহীতা রোকেয়া বেগম উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের মালুচী গ্রামের সাদেক মোল্লার স্ত্রী।

সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ জানান, প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে সারাদেশের মতো মানিকগঞ্জের প্রতিটি ইউনিয়নে সকাল থেকে গণটিকা কার্যক্রম শুরু হয়। জেলায় সিনোফার্মের টিকা দেয়া হয়। সকালে স্থানীয় কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের টিকাকেন্দ্রে যান রোকেয়া বেগম নামে ওই নারী। বেলা সাড়ে ১২টার দিকে প্রথম ডোজ গ্রহণ করেন। এরপর আধাঘণ্টা বা এর কাছাকাছি সময়ে একই কেন্দ্রে তিনি দ্বিতীয় বার টিকা নেন। সবার মুখে দুই ডোজের কথা শুনে ওই নারী দুই হাতে দুইবার টিকা নিয়েছেন। দ্বিতীয়বার নেয়ার সময় প্রথমবার টিকা নেয়ার বিষয়টি তিনি স্বাস্থ্যকর্মীকে জানাননি। পরে ওই নারী একজনের সাথে বিষয়টি শেয়ার করলে ঘটনা জানাজানি হয়।

সিভিল সার্জন আরও জানান, এক সঙ্গে দুই ডোজ টিকা নিলেও ওই নারীর কোনো ক্ষতি হবে না। তবে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ওই নারীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

হাসপাতালে যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসরাত জাহান জানান, রোকেয়া বেগম তাদের পর্যবেক্ষণে আছেন। তার সাথে এখন কথা বলা যাবে না। তবে রোকেয়া বেগম শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply