‘বিমানের জানালা ভেঙ্গে বেরিয়ে আসি’

|

ঢাকা থেকে স্বাভাবিকভাবে বিমানটি উড্ডয়ন করেছিল। কিন্তু বিপত্তি ঘটতে লাগলো ত্রিভুবন বিমানবন্দরে নামতে গিয়ে। হঠাৎ বিকট শব্দ শোনা যায়, এবং ধোঁয়া উড়তে থাকে।

সোমবার নেপালের কাঠমুণ্ডুতে ইউএস বাংলা এয়ারলাইন্সের বোম্বাডিয়ার ড্যাশ-৮ বিমান দূর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যাওয়া নেপালি নাগরিক বোহোরা এ কথা জানান।

তিনি বলেন, “বিভিন্ন ট্রাভেল এজেন্সির ১৬ জন নেপালি নাগরিক বিমানে ছিলেন। প্রশিক্ষণের জন্য আমরা বাংলাদেশে গিয়েছিলাম।”

বর্তমানে বোহোরা কাঠমুণ্ডুর থাপাথালি-বেইজড নরভিক হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নেপালি এই নাগরিক বলেন, “আমি জানালার কাছে বসে ছিলাম, এবং জানালা ভেঙ্গে বের হয়ে আসতে সক্ষম হই। জানালা ভেঙ্গে বের হয়ে আসার পর আমার কিছু মনে নেই।”

তিনি আরও বলেন, “কেউ আমাকে সিনামঙ্গল হাসপাতালে নিয়ে গিয়েছিল, এবং ওখান আমার বন্ধু আমাকে এই হাসপাতালে নিয়ে এসেছে। আমার মাথা ও পায়ে চোট লেগেছে।”

চোট পাওয়া পরও বেঁচে আছেন বলে নিজেকে ভাগ্যবান মনে করছেন বোহোরা।

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply