সুদানে আইএসের সাথে তুমুল সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ৫ কর্মকর্তা নিহত

|

সুদানের রাজধানী খার্তুমে সন্ত্রাসবিরোধী অভিযান চলাকালে প্রাণ হারালেন ৫ নিরাপত্তা কর্মকর্তা। এ ঘটনায় পাকড়াও করা হয় ১১ আইএস সদস্যকে পাকড়াও করা হয়।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) চালানো হয় এ সাঁড়াশি অভিযান। গোপন সংবাদের ভিত্তিতে দেশটির গোয়েন্দা বাহিনীর সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

সুদানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, তথ্য পেয়ে রাজধানীর একটি লোকালয়ে দোতলা ভবন ঘেরাও করে গোয়েন্দা বাহিনীর সদস্যরা। এসময় বোমা বিস্ফোরণের হুমকি দেয় ভেতরে আটকা পড়া জঙ্গিরা। উভয়পক্ষের গোলাগুলিতে প্রাণ হারান দুই গোয়েন্দা কর্মকর্তা। বাকি ৩ জন নন-কমিশনড অফিসার। অভিযানে নিরাপত্তা বাহিনী ১১ আইএস সদস্যকে পাকড়াও করতে সক্ষম হলেও ৪ চরমপন্থী পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক ৪ জনের সন্ধানে চলছে তল্লাশি। আটককৃত সবাই বিভিন্ন দেশের নাগরিক। আইএসের কার্যক্রম পরিচালনা করতেই খার্তুমে একসাথে হয়েছেন।

২০১৯ সালে আফ্রিকার এই দেশটিতে আইএসের শক্ত অবস্থানের কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। আফ্রিকার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল হওয়ায় দেশটিতে জঙ্গিদের দৌড়াত্ম্য অবশ্য অনেক আগে থেকেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply