Site icon Jamuna Television

ধামাকা শপিংয়ের সিওও সিরাজুল ইসলাম রানাসহ গ্রেফতার ৩

ছবি: প্রতীকী

প্রতারণা ও অর্থ-আত্মসাতের মামলায় ধামাকা শপিংয়ের সিওও সিরাজুল ইসলাম রানাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। গত রাতে দেশের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, ২৩ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন এক গ্রাহক। তার অভিযোগ, ধামাকা শপিং থেকে পণ্য কেনার জন্য ১১ লাখ ৫৫ হাজার টাকা পরিশোধ করেন তিনি। তবে নির্ধারিত ৪ দিনেও পণ্য সরবরাহ করেনি ধামাকা শপিং। এরপর হেল্পলাইনে যোগাযোগ করা হলে বেসরকারি ব্যাংকের মাধ্যমে দুইটি চেক দেয়া হয়। ওই চেক নিয়ে টাকা তুলতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ জানায় একাউন্টে কোনো টাকা নেই। পরে সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে গ্রাহককে হুমকিও দেয়া হয়।

এর আগে ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও তার স্বামী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে আটক করে র‌্যাব।

ইউএইচ/

Exit mobile version