‘আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’

|

কুমিল্লা ব্যুরো:

আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, এমনটাই বলেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আইনের শাসন যেন ব্যাহত না হয় আইনজীবীদের সে দিকে খেয়াল রাখতে হবে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির স্মৃতিফলক ও ডিজিটালাইজেশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আনিসুল হক আরও বলেন, প্রবীণদের স্মৃতিফলক দেখে নতুনরা অনুপ্রেরণা পাবে এবং তাদের আদর্শে নিজেকে চালিত করবে। এছাড়াও, করোনা ভাইরাসের সময় ডিজিটাল বাংলাদেশের ভার্চুয়াল কোর্টের যে সুফল দেশবাসী পেয়েছে তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা সিনিয়র জেলা জজ ও দায়রা জজ মো. আতাবুল্লাহ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. সহিদ উল্লাহ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply