চীনে কোভিড সংক্রমণ রোধে বিড়াল হত্যা

|

ছবি: সংগৃহীত।

চীনের হারবিন শহরে পোষা তিনটি বিড়ালের করোনা পজেটিভ হওয়ায় বিড়াল তিনটিকে হত্যা করা হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, মৃত বিড়ালের ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং অনেকেই এই ঘটনার জন্য তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে।

বিড়ালের মালিক লিও জানায়, তিনি ২১ সেপ্টেম্বর করোনা পজেটিভ হয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে যাওয়ার আগে তিনি বিড়ালগুলোর জন্য পর্যাপ্ত খাবার ও পানীয় রেখে যান বাসায়। বিড়ালগুলোর দেখাশোনা করত সেখানকারই স্থানীয় কিছু কর্মী।

কিন্তু ২৭ সেপ্টেম্বর তিনি ওই পরিচারিকাদের থেকে একটি চিঠি পান। চিঠিতে লেখা ছিল, বিড়ালগুলো করোনা আক্রান্ত হয়েছে। যেহেতু বিড়ালের করোনা চিকিৎসা এর আগে কখন হয়নি সেহেতু তারা বিড়াল তিনিটিকে হত্যা করতে চায়।

তিনি আরও বলেন, আমি তাদেরকে বলেছিলাম, বিড়ালগুলোকে হত্যা করার দরকার নেই। কিন্তু তারা সংক্রমণের ভয়ে বিড়াল তিনটিকে হত্যা করে। আমি অবশ্য এর জন্য তাদেরকে দায়ী করব না।

প্রাণীর মাধ্যমে মানুষের মাঝে করোনা সংক্রমণের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেন এক বিজ্ঞানী। ঘটনাটিকে নিষ্ঠুর বলে আখ্যায়িত করেছে চীনের স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply