বৈদেশিক মুদ্রার চাহিদা মেটাতে প্রচুর ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। প্রতিনিয়ত দাম বাড়ছে ডলারের। দীর্ঘদিন ডলারের দর স্থিতিশীল থাকার পর মঙ্গলবার থেকে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারের বিনিময় মূল্য ৮৫ টাকা ৪০ পয়সায় উঠেছে। আর আজকে ডলারের দাম ৮৬ টাকার ওপরে।
আগস্টের প্রথম থেকে একটু একটু করে দর বেড়ে এ পর্যায়ে এসেছে ডলারের দাম। দীর্ঘদিন ডলারের দর ৮৪ টাকা ৮০ পয়সায় স্থিতিশীল থাকার পর বেড়ে যায়। চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলার কিনতে আসেনি কোনো ব্যাংক।
গত ১৯ আগস্ট কয়েকটি ব্যাংকের চাহিদার বিপরীতে পাঁচ কোটি ডলার বিক্রি করে বাংলাদেশ ব্যাংক। এরপর থেকে বিক্রি হয়েছে প্রায় ৭০ কোটি ডলার। আমদানি, রফতানি ও রেমিট্যান্সের ক্ষেত্রেও ডলারের দর বেড়েছে। ডলারের দর বৃদ্ধির এ প্রবণতা রফতানিকারক ও রেমিটারদের জন্য খুশির খবর হলেও আমদানির ব্যয় বৃদ্ধির ফলে পণ্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
Leave a reply