ফিনান্সিয়াল ফেয়ার প্লে নিয়ম হিসেব করে আগামী দলবদলে কোন ক্লাব কত টাকা খরচ করতে পারবে তার তালিকা প্রকাশ করেছে লা লিগা। জানুয়ারিতে সবচেয়ে বেশি, ৬৫ কোটি ইউরো খরচ করতে পারবে রিয়াল মাদ্রিদ।
ক্লাবগুলোর আয় ও ব্যয়ের হিসেব বিবেচনা করে স্প্যানিশ ফুটবল লিগ ফেডারেশন। আর্থিক ব্যবস্থাপনায় বার্সেলোনার চেয়ে অনেক এগিয়ে রিয়াল মাদ্রিদ। ২০২১-২২ মৌসুমে বার্সার তুলনায় প্রায় আট গুণ বেশি খরচ করতে পারবে লস ব্লাঙ্কোস।
বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনা, খেলোয়াড় বিক্রি থেকে লাভ এবং গত মৌসুমে বাজেটের আওতায় খরচ করায় রিয়ালের বাজেট সীমা এবার এত বেশি। রিয়ালের ৬৫ কোটির বিপরিতে কাতালান জায়ান্টরা খরচ করতে পারবে ৯ কোটি ৮০ লাখ ইউরো।
Leave a reply