হিজবুল্লাহকে সমর্থনের দায়ে মার্কিন নিষেধাজ্ঞার মুখে ব্যবসায়ীরা

|

ছবি: সংগৃহীত

লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সমর্থনের দায়ে ৭ ব্যক্তি এবং এক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো মার্কিন যুক্তরাষ্ট্র।
দেশটিকে তালিকাভুক্তির ব্যাপারে সহযোগিতা করেছে আরব দেশ কাতার।

মূলত উপসাগরীয় অঞ্চল থেকে যারা এই সশস্ত্র গোষ্ঠীকে আর্থিক সহযোগিতা দিয়ে থাকেন তারাই মার্কিনীদের মূল টার্গেট। এর মধ্যেসৌদি আরব, কাতার, বাহরাইন এমনকি ফিলিস্তিনের ব্যবসায়ীরাও রয়েছেন।

নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন কাতারের জনপ্রিয় আল-দার প্রতিষ্ঠানের কর্ণধার আলি আল-বানাই, আলি লারি এবং আবদ্-আল-মুয়াইদ। তাদের সম্পদ জব্দ করেছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। একইসাথে তাদের সাথে ব্যবসায় জড়িত মার্কিনীরাও ভোগ করবেন শাস্তি। তাছাড়া একটি আবাসন প্রতিষ্ঠানকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে।

১৯৯৭ সালে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০১৭ সাল থেকে হিজবুল্লাহর সাথে জড়িত থাকার দায়ে কমপক্ষে ৯০ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply