জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

|

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অমিতোষ হালদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা তিনি আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৮টায় বাড়ির পাশের একটি গাছে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম। নিহত অমিতোষ হালদার সাহাপুর ইউনিয়নের পাটকেলবাড়ি গ্রামের গোপেন্দ্র হালদার ও গিতা হালদারের সন্তান।। চার ভাইবোনের মধ্যে সবার ছোট ছিল অমিতোষ।

পুলিশ জানায়, প্রায় এক মাস আগে ঢাকা থেকে বাড়িতে ‌আসেন অমিতোষ। বাড়িতে তিনি অনেকটা চুপচাপ থাকতেন। গতকাল বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতের বেলায় বাবা-মাকে ঘরে তালাবদ্ধ করে তিনি গাছের ডালে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পুলিশ আরও জানায়, ইতোমধ্যে কয়েকপাতা সুইসাইড নোটও পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়াও কেন তিনি আত্মহত্যা করেছেন বা অন্য কোনো বিষয় জড়িত আছে কি না তা তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানায় পুলিশ।

নিহত অমিতোষ হালদার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply