ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সব তথ্য ১২ অক্টোবরের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রেজিস্টার ফর জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মকে (আরজেএসসিকে) এসব নথি জমা দিতে হবে। বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন। ইভ্যালি অবসায়ন চেয়ে এক ভোক্তার করা আবেদনের শুনানিতে এমন আদেশ দেন হাইকোর্ট।
এর আগে, ইভ্যালিকে কেনও অবসায়ন করা হবে না তা জানতে চেয়ে নোটিশ দেন হাইকোর্ট। সেই সাথে প্রতিষ্ঠানটির সমস্ত সম্পত্তি বিক্রি এবং হস্তান্তরের ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়।
উল্লেখ্য, ইভ্যালির গ্রাহক ফরহাদ হোসেন, একটি পণ্য কিনে পাঁচ মাস পরেও সেটি হাতে পাননি। এরপর এই গ্রাহক ইভ্যালি অবসায়ন চেয়ে আবেদন করেন আদালতে। সেখানে বাংলাদেশ ব্যাংক গভর্নর, ইক্যাব, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, প্রতিযোগিতা কমিশন, ইভ্যালিসহ ১১ জনকে বিবাদী করা হয়েছে।
এর আগে, গত ১৬ সেপ্টেম্বর ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে রাজধানীর মোহাম্মদপুরের ফ্ল্যাট থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র্যাব।
Leave a reply