রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে মনির হালদার নামে এক জেলের জালে ধরা পড়েছে ২৬ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ।
পরে মাছটি ২ হাজার টাকা কেজি দরে ৫২ হাজার টাকায় ঢাকায় বিক্রি করা হয়।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরি ঘাট এলাকার পদ্মা নদীতে ওই মাছটি ধরা পড়ে।
পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাট এলাকায় লাভের আশায় স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ১ হাজার ৯শ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৪শ টাকায় কিনে নেন।
এরপর সম্রাট শাজাহান শেখ মাছটি বিক্রির জন্য মোবাইলের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের যোগাযোগ করে অবশেষে ঢাকার এক বড় ব্যবসায়ীর নিকট বিক্রি করেন। মাছটি দেখতে ভিড় করেন স্থানীয় উৎসুক জনগণ।
মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, নদীতে এখন প্রায় প্রতিদিন বড় বড় মাছ ধরা পড়ছে। পদ্মার মাছের চাহিদা অনেক। ব্যবসায়িক উদ্দেশ্যে আজ ২৬ কেজি ওজনের একটি কাতল ও বেশ কিছু রিটা মাছ কিনেছেন।
Leave a reply