নারী শিক্ষা নিয়ে তালেবানের অবস্থান হতাশাজনক: কাতার

|

সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি।

নারী শিক্ষার বিরুদ্ধে তালেবানের অবস্থান অত্যন্ত হতাশাজনক ও পশ্চাদপদ বলে মন্তব্য করেছেন কাতারের শীর্ষ কূটনীতিকরা।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি বলেন, আফগান নারীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করায় বিশ্ব নেতৃত্ব হতাশ। তাদের এ সিদ্ধান্ত নিঃসন্দেহে হতাশাজনক, এ সিদ্ধান্ত মহান আফগান জাতিকে একটি পশ্চাদপদ জাতিতে পরিণত করবে।

আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দোহায় আয়োজিত ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিভাগের প্রধান জোসেফ বোরেলের সাথে আলোচনা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী। ৩

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি বলেন, আফগানিস্তানের সাম্প্রতিক যেসব ঘটনাবলি আমরা দেখছি তা নিঃসন্দেহে দুঃখজনক। তালেবানের নারী শিক্ষা নিষিদ্ধের সিদ্ধান্ত জাতি হিসেবে আফগানদের পিছিয়ে দেবে।

উল্লেখ্য, দোহা সরকার শুরু থেকেই তালেবান ও মার্কিন সরকারের মধ্যে মধ্যস্ততাকারী হিসেবে ভূমিকা পালন করে আসছে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারসহ কাবুল বিমানবন্দরের সংস্কার কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কাতার প্রশাসন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply