ধামাকার সিওওসহ দু’জনের রিমান্ড মঞ্জুর, কারাগারে আরও একজন

|

ধামাকার সিইওসহ গ্রেফতারকৃত দু'জনকে নেয়া হচ্ছে আদালতে।

গাজীপুর প্রতিনিধি:

টাকা নিয়ে পণ্য সরবরাহ না করায় প্রতারণা মামলায় র‍্যাবের হাতে গ্রেফতার ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা ডটকম এর চিফ অপারেটিং অফিসার (সিওও) সিরাজুল ইসলাম রানা ও সিস্টেম ক্যাটাগারি হেড ইমতিয়াজ হাসান সবুজের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সাথে অপর ভাইস প্রেসিডেন্ট ইব্রাহিম স্বপন ওরফে মিথুন খানকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়েছে।

গাজীপুর মহানগর সিএমএম আদালতের নির্বাহী হামিক ইকবাল হোসেন বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এ আদেশ দেন।
এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৩ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর এক ব্যবসায়ী বাদী হয়ে প্রতারণার অভিযোগে ধামাকার চেয়ারম্যান ও পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে জিএমপি টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেন।

মামলা প্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে র‍্যাব। বুধবার বিকেলে গ্রেফতারকৃতদের টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতে তুলে পুলিশ সাতদিনের রিমান্ড চাইলে, আদালত ২ দিন করে রিমান্ড মঙ্জুর করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply