রাজধানীর ভাটারা ও খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা পৃথক দুই মামলায় আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। তবে গুলশান থানায় করা মাদক আইনের আরেক মামলায় জামিন নামঞ্জুর হওয়ায় কারামুক্ত হতে পারছেন না তিনি।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
এর আগে (৬ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর গুলশান, ভাটারা ও খিলক্ষেত থানায় দায়ের করা পৃথক তিন মামলায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসার আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
১ আগস্ট রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, উত্তরের একটি দল বারিধারার বাসা থেকে আটক করে মডেল পিয়াসাকে। তার বাসা থেকে দেশি-বিদেশি মদ ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক জব্দ করা হয়। পরে গত ২ আগস্ট গুলশান থানায় দায়ের করা মাদকের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
Leave a reply