সুস্থ হয়ে বাড়ি ফিরলেন পেলে

|

ছবি: সংগৃহীত

প্রায় মাসখানেক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মুক্তি পেলেন ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলে। সুস্থ হয়ে ফিরলেন নিজ বাড়িতে। ফেইসবুক বার্তায় বাড়ি ফেরার খবর জানিয়েছেন পেলে নিজেই।

সম্প্রতি অ্যাসিড রিফ্লাক্সের কারণে ৮০ বছর বয়সী পেলেকে ভর্তি করা হয়েছিলো নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে। এর আগে শারীরিক কিছু সমস্যা দেখা দেওয়ায় সেপ্টেম্বরের শুরুতে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে বৃহদান্তের টিউমারে অস্ত্রোপচার করা হয় তার। এরপর প্রথম দফা চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছিলো এই কিংবদন্তিকে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় নেয়া হয় আইসিইউতে।

ব্রাজিল জাতীয় দল, সান্তোস ও নিউইয়র্ক কসমসে খেলাকালীন খুব কম চোট পাওয়া পেলেকে এই বয়সে এসে বেশ ভুগতে হচ্ছে। বছরের পর বছর ধরে নিতম্বের সমস্যায় ভুগছেন এবং সাহায্য ছাড়া চলাফেরা করতে পারেন না তিনি।

ব্রাজিলের হয়ে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জেতা পেলে ৯২ ম্যাচে ৭৭ গোল করে এখনও দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। চারটি বিশ্বকাপে গোল করা মাত্র চারজন খেলোয়াড়ের একজন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply