সপ্তাহজুড়েই ওঠানামা করেছে মার্কিন ডলারের দাম। সর্ব্বোচ্চ লেনদেন করেছে ৮৫ টাকা ৫৫ পয়সা দরে। পরিবর্তন ছিল ব্রিটিশ পাউন্ডের দামেও। এনসিসি ব্যাংকের তথ্যমতে, ব্রিটিশ পাউন্ড সর্বোচ্চ লেনদেন হয়েছে মঙ্গলবার ১১৯ টাকা ০৫ পয়সায়। সর্বনিম্ন বৃহস্পতিবার ১১৭ টাকা ১৩ পয়সায়।
ইউরো লেনদেন হয়েছে ১০১ টাকা ২০ পয়সা থেকে ১০২ টাকা ২০ পয়সার মধ্যে। কমেছে অস্ট্রেলিয়ান ডলারের দাম। সপ্তাহের মাঝে অস্ট্রেলিয়ান ডলার সর্বোচ্চ ৬৩ টাকা ৩৪ পয়সায় বিক্রি হয়েছে। ২০ টাকা ৪০ পয়সা থেকে ৪৫ পয়সার মধ্যে ওঠানামা করেছে মালয়েশিয়ান রিঙ্গিতের দর।
রোববার সিঙ্গাপুর ডলার সর্ব্বোচ্চ কেনাবেচা হয়েছে ৬৪ টাকা ৩৩ পয়সায়। সপ্তাহজুড়েই অপরিবর্তিত ছিল সৌদি রিয়ালের দর। সর্বোচ্চ লেনদেন হয়েছে ২২ টাকা ৮১ পয়সা। সপ্তাহের শুরুতে কম থাকলেও সপ্তাহের শেষে বেড়ে যায় কানাডিয়ান ডলারের দাম। সর্বোচ্চ হাতবদল হয়েছে ৬৭ টাকা ৭৪ পয়সায়। আর ভারতীয় রুপির জন্য সর্বোচ্চ গুনতে হয়েছে ১ টাকা ১৬ পয়সা পর্যন্ত।
Leave a reply