নাটোরে জঙ্গি সন্দেহে চার জন আটক

|

স্টাফ রিপোর্টার, নাটোর

নাটোরের দিঘাপতিয়ার একটি বাড়ি থেকে জঙ্গি সন্দেহে চার জনকে আটক করেছে পুলিশ। সেখান থেকে ৫টি ককটেল, ল্যাপটপ, তিনটি ছোড়া, জিহাদী বই উদ্ধার করা হয়। ভোরে দিঘাপতিয়া উত্তরা গণভবনের পাশের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নাটোরের বাগাতিপাড়ার জামনগর পশ্চিমপাড়া মহল্লার মৃত শুকুর আলীর ছেলে শফিকুল ইসলাম, একই উপজেলার চাপাপুকুর উত্তরপাড়া মহল্লার ভিকু মন্ডলের ছেলে ফজলুর রহমান, সিংড়ার আড়কান্দি পশ্চিমপাড়া মহল্লার ইউসুফ আলী মিয়ার ছেলে আনিসুর রহমান আনিস ও নলডাঙ্গা খোলাবাড়িয়া গ্রামের ফজলার রহমানের ছেলে জাকির হোসেন জাকির।

নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে দিঘাপতিয়া উত্তরা গণভবনের পাশের এলাকায় প্রাচীর ঘেরা ইকবাল হাজীর দুইটি বাড়িতে সন্দেহজনক কিছু অপরিচিত লোকের আনাগোনা দেখা যায়। তারা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে মধ্যরাত থেকেই বিপুল সংখ্যক পুলিশ বাড়ি দুটি ঘিরে রাখে।

রাতের অন্ধকারে বাড়িতে অভিযান না চালিয়ে দিনের আলো ফোটার অপেক্ষায় থাকে পুলিশ। মঙ্গলবার ভোর পৌঁনে ৬টার দিকে পুলিশ তাদের আস্তানায় অভিযান শুরু করেন। একপর্যায়ে ১০ রাউন্ড গুলি ছুড়ে হ্যান্ড মাইকে সবাইকে আত্মসমর্পনের আহবান জানানো হয়।

প্রায় এক ঘন্টার চেষ্টায় পুলিশ আস্তানা থেকে ৪ জঙ্গি সদস্যকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যায়। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে সেখান থেকে ৫টি ককটেল, ল্যাপটপ, তিনটি ছোড়া, বেশ কিছু জিহাদী বই উদ্ধার করা হয়। অপর বাড়িতে কেউ ছিল না। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply