রাজশাহীর তানোরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় দুই পক্ষের মারামারিতে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, শুক্রবার বিকেলে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থিতা বাছাই নিয়ে উপজেলা হলরুমে বর্ধিত সভা শুরু হয়। শুরুর কিছুক্ষণ পর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর অনুসারীদের মধ্যে মারামারি শুরু হয়। এক পর্যায়ে তা চেয়ার ছোড়াছুড়িতে রূপ নেয়। আহত হন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন, সাংগঠনিক সম্পাদক পাপুল সরকারসহ ৬ জন।মারামারির পর ঘটনাস্থলে উপস্থিত হন গোদাগাড়ী তানোর আসনের এমপি ওমর ফারুক চৌধুরী। পরে এমপির অনুসারীরা অল্প সময়ের জন্য সভা করেন।
পুলিশ জানিয়েছে, বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে সেব্যাপারে তৎপর রয়েছে পুলিশ। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইউএইচ/
Leave a reply