ব্রিটিশদের প্রতি কঠোর ভারত, টিকা নিলেও থাকতে হবে কোয়ারেন্টাইনে

|

ছবি: সংগৃহীত।

করোনাভাইরাসের টিকা নেয়া থাকলেও ভারতে আগত ব্রিটিশদের বাধ্যতামূলকভাবে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। একইসাথে আরটি-পিসিআর রিপোর্ট লাগবে। এই নিয়ম আগামী ৪ অক্টোবর থেকে কার্যকর হবে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, যুক্তরাজ্য থেকে যে ব্রিটিশ নাগরিকরা ভারতে আসবেন, তাদের ৭২ ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর পরীক্ষা করতে হবে। ভারতে নামার পর বিমানবন্দরেও করতে হবে আরটি-পিসিআর পরীক্ষা। ভারতে পৌঁছানোর আটদিনের মাথায় আরও একবার আরটি-পিসিআর টেস্ট করতে হবে।

সম্প্রতি ব্রিটেনের জারি করা করোনাভাইরাস টিকা সংক্রান্ত নতুন নিয়মে বলা হয়, যেসব ভারতীয়রা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রোজেনেকার ভারতীয় সংস্করণ কোভিশিল্ড নিয়েছেন, তাদের টিকাহীন বলে বিবেচনা করা হবে। ব্রিটেনে নামার পর ওই ভারতীয়দের ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। 
এ নির্দেশনা আগামী ৪ অক্টোবর থেকে কার্যকর হবে।  দেশটির এমন নতুন নিয়মে বিপত্তিতে পড়েছেন ভারতীয়রা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply