আজারবাইজান সীমান্তে ইসরায়েলের উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন ইরান

|

ছবি: সংগৃহীত।

আজারবাইজান সীমান্তে ইসরায়েলের উপস্থিতি রয়েছে দাবি করে উদ্বেগ প্রকাশ করেছে ইরান।

আলজাজিরার প্রতিবেদনে জানা যায়, ইরান তার চিরশত্রু ইসরায়েলের সাথে আজারবাইজানের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন তারা। তেলআবিব আজারি সেনাবাহিনীকে উচ্চ প্রযুক্তির অ্যাসল্ট ড্রোন ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করেছে বলে দাবি ইরানের। 

শুক্রবার (১ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা গেছে, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে ট্যাংক, হেলিকপ্টার, কামান নিয়ে মহড়া চালাচ্ছেন সেনারা। 

ইরান বলছে, গত বছর কারাবাখ নিয়ে আর্মেনিয়ার সাথে ৪৪ দিনের যুদ্ধে আজারবাইজান এসব সামরিক সরঞ্জামের সুবিধা নিয়েছে। 

তেহরান বলছে, আজারবাইজান সীমান্তে ইসরায়েল ও ইরানের উপস্থিতি উদ্বেগজনক হারে বেড়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply