মানবতাবিরোধী অপরাধী মামলায় নোয়াখালীর জামায়াত নেতা আমীর আলীসহ ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। একজনকে দেয়া হয়েছে ২০ বছরের কারাদণ্ড।
মৃত্যুদণ্ড প্রাপ্ত অন্য দুজন হলেন, আবুল কালাম ওরফে একেএম মনসুর ও জয়নাল আবদিন। ট্রাইব্যুনাল ২০ বছরের জেল সাজা দিয়েছেন আসামি আব্দুল কুদ্দুসকে। সকালে চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন। মামলার অপর আসামি মো. ইউসুফ মারা যাওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালে নোয়াখালীর সুধারামে ১১১ জনকে হত্যা-গণহত্যাসহ তিনটি মানবতাবিরোধী অপরাধে ২০১৪ সালের ১৬ নভেম্বর আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়।
Leave a reply