একশ বছর পর রাশিয়ায় আবারও রাজকীয় বিয়ে

|

ছবি: সংগৃহীত

রুশ বিপ্লবের একশ’ বছরেরও বেশি সময় পর সাবেক রাজপরিবারের কোনো সদস্যের বিয়ের আয়োজন হলো রাশিয়ায়।

শুক্রবার (১ অক্টোবর) সেন্ট পিটার্সবার্গের ঐতিহ্যবাহী সেন্ট ইসাক’স ক্যাথেড্রালে ছিল রোমানভ রাজপরিবারের সদস্য গ্র্যান্ড ডিউক মিখাইলোভিচ রোমানভের বিয়ের অনুষ্ঠান।

রোমানভের স্ত্রী ইতালির নাগরিক ভিক্টোরিয়া রোমানোভনা বেত্তারিনি। অর্থোডক্স রীতি অনুযায়ী বিয়ে করেন তারা। ৪০ বছর বয়সী রোমানভের জন্ম স্পেনে। লেখাপড়া করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। ২০১৯ সালে মস্কোয় বসবাস শুরু করেন তিনি। কাজ করেন বিভিন্ন দাতব্য প্রকল্পে। স্ত্রী ৩৯ বছর বয়সী বেত্তারিনি ইতালির একজন কূটনীতিক। ইউরোপের বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে।

সেন্ট পিটার্সবার্গে রাজপরিবারের সবশেষ বিয়ের আয়োজনটি ১৮৯৫ সালে। সেটি ছিল রোমানভ রাজবংশের শেষ সম্রাট ২য় নিকোলাসের বিয়ের অনুষ্ঠান। ৩শ’ বছরের বেশি সময় ধরে রাশিয়া শাসন করে রোমানভ বংশ। ১৯১৭ সালের বলশেভিক বিপ্লবের সময় পরিবার নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান মিখাইলোভিচের প্রো-পিতামহ গ্র্যান্ড ডিউক কিরিল ভ্লাদিমিরোভিচ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply