গাড়ি থামিয়ে টাকা ছিনতাই; গণধোলাই দিয়ে পুলিশে দিল পথচারীরা

|

গাজীপুরের কালিয়াকৈরে তাকওয়া পরিবহণের কন্ডাক্টর ও হেলপারের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ছিনতাই শেষে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের কাছে আটক হয় তারা। এরপর গণধোলাই দিয়ে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, শনিবার (২ অক্টোবর) সকালে গাইবান্ধার পলাশবাড়ি থেকে চিকিৎসার জন্য মেহেদুল ইসলাম (২৫) ও তার স্ত্রী আইরিন আক্তার (২০) কালিয়াকৈর উপজেলার সফিপুর মর্ডান হাসপাতালের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে চন্দ্রা এলাকার সি.পি বাংলাদেশ লি: কারখানার সামনে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে টাকা গুনতে থাকে মেহেদুল। পরে চন্দ্রা থেকে গাজীপুরের দিকে ছেড়ে আসা একটি তাকওয়া পরিবহণ বাসের হেলপার ও কন্ডাকটর মেহেদুলকে টাকা গুনতে দেখে ২০ হাজার টাকা ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয়রা ধরে ফেলে তাদের এবং গণধোলাই দেয়।

পরে, স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল থেকে কাদের নামের কন্ডাক্টরকে আটক করে থানায় নিয়ে যায় ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply