তালেবানের ভয়ে আঁকা ছবি লুকিয়ে ফেলছেন আফগান শিল্পীরা

|

ছবি: সংগৃহীত।

আফগানিস্তানের বর্তমান শাসক গোষ্ঠী তালেবানের পক্ষ থেকে এখনও শিল্পকলা ও সংস্কৃতিতে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা না হলেও, সশস্ত্র গোষ্ঠীটির ভয়ে নিজেদের চিত্রকর্ম ও বই লুকিয়ে রাখছেন দেশটির শিল্পী ও লেখকেরা।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের আগের শাসনামলের অভিজ্ঞতাকে স্মরণ করে ভয়ে নিজেদের গুটিয়ে নিচ্ছেন শিল্প ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। তারা তালেবানের হাত থেকে বাঁচতে নিজেদের সৃষ্টিগুলোকে লুকিয়ে ফেলছেন। সেইসাথে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা তাদের কেউ কেউ পাড়ি জমিয়েছেন অন্য দেশেও।

সাহারা করিমী নামের এক আফগান চলচ্চিত্র নির্মাতা বলেন, ‘আমরা বিশ্বাস করি শিল্পীদের স্বতন্ত্র চিন্তাভাবনা প্রকাশ করার স্বাধীনতা থাকা উচিত। স্বৈরতন্ত্র বা সেন্সরশিপের অধীনে কোনো শিল্প-সংস্কৃতি টিকে থাকতে পারে না।’

কাবুলের চারুকলা ইন্সটিটিউটের পরিচালক সফিউল্লাহ হাবিবি বলেন, ‘তালেবান শিল্পকলা সংক্রান্ত কোনো বিবৃতি জারি করেনি। কিন্তু, শিল্পীরা নিজেরাই নিজেদেরকে সীমাবদ্ধ রাখছেন। তারা মনে করছেন, তালেবান নব্বইয়ের দশকে যা করেছিল, তার পুনরাবৃত্তি করবে। তাদের সেই শাসনামলে আফগানিস্তানে শিল্পকলার কোনো স্থান ছিল না।’

এদিকে, তালেবানের সহকারী মুখপাত্র বিলাল করিমি বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার শিল্প ও সংস্কৃতি নিয়ে এখনও তাদের সিদ্ধান্ত চূড়ান্ত করেনি। এ বিষয়ে একটি কাঠামো তৈরি করার পরিকল্পনা রয়েছে। যেখানে নির্ধারণ করে দেয়া হবে কোনটির অনুমোদন দেয়া হবে, আর কোনটির নয়।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply