রাষ্ট্রীয় সফরে বেলজিয়ামের রাজ-রাণী গেছেন কানাডায়। যথারীতি উষ্ণ অভ্যর্থনাই জানাচ্ছে কানাডা। কিন্তু বিপত্তি ঘটেছে পতাকায়; বেলাজিয়ামের পরিবর্তে জার্মান পতাকায় তাদের অভ্যর্থনা জানানো হয়েছে।
সোমবার এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। ঘটনার দিন দেশটির রাষ্ট্র প্রধান গভর্নর জেনারেলের প্রাসাদে পৌঁছান বেলজিয়ামের রাজ দম্পতি।
প্রাসাদ প্রাঙ্গনে একটি গাছের চারা রোপন করতে গিয়ে এই বিপত্তটি ঘটে। গভর্নর জেনারেলের মুখপাত্র জুলি পায়েটি বলেন, “রিদ’ হলে গাছ রোপনের অনুষ্ঠান শুরু হবে, এমন সময় পতাকার ভুলটি আমাদের চোখে ধরা পড়ে।”
গভর্নর জেনারেল বলেন, “তৎক্ষণাৎ, রাজ দম্পতি আসার আগেই আমরা ভুলটি সংশোধন করি।”
প্রকৃতপক্ষে জার্মান ও বেলজিয়াম উভয় দেশের পতাকায় কালো, লাল ও হলুদ- এই তিন রঙের ডোরা দাগ রয়েছে। তবে, জার্মান পতাকার রঙগুলো আনুভূমিকভাবে সাজানো। অপরদিকে বেলজিয়ামের পতাকার রঙগুলো সাজানো উল্লম্বভাবে।
একই রঙের স্ট্রাইপের পতাকা হওয়ায় এমন ভুল হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বেলজিয়ামের রাজা ফিলিপ ও রাণী মাতিলদে আগামী ১৭ মার্চ অবধি কানাডার অটোয়া, টরেন্টো, এবং মন্ট্রিয়ল সফর করবেন।
যমুনা অনলাইন: এফএইচ
Leave a reply