হিলির ধানে পোকার আক্রমণ ও পাতা পচা রোগ

|

হিলি এলাকার আমন ধানে দেখা দিয়েছে পাতা পচা ও মাজরা পোকার আক্রমণ। নানারকম কীটনাশক ছিটিয়েও সুফল না মেলায় দুশ্চিন্তায় চাষীরা। কৃষি বিভাগের থেকেও সঠিক পরামর্শ পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। তবে অভিযোগ অস্বীকার করে কৃষি বিভাগ বলছে, কৃষকদের প্রতিনিয়ত সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে।

হিলির বিস্তির্ণ মাঠ জুড়ে আমনের ফলন। কয়েক সপ্তাহ পরেই বের হবে ধানের শীষ। অথচ এর আগেই পোকার আক্রমণ। ক্ষেতের ফলনজুড়ে বাসা বেধেছে পচারি, মাজরাসহ বিভিন্ন ধরনের পোকা। শুকিয়ে যাচ্ছে পাতা, মরে যাচ্ছে গাছ। বিপাকে পড়েছেন আমন চাষীরা।

অখচ এবার অনুকূল আবহাওয়ায় ভালো ফলনের আশায় ছিলেন কয়েক হাজার চাষী। তবে পোকার আক্রমণে, বেড়েছে ফসল বাঁচানোর দুচিন্তা। এর ওপর ধানের কাঙ্খিত দাম না পাওয়ার হতাশা তো আছেই। তাদের অভিযোগ, এমন দুরাবস্থায় পাশে নেই কৃষি বিভাগ। নিজেদের মতো করেই চলছে, পোকা দমনের চেষ্টা।

তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কৃষি কর্মকর্তা ড. মমতাজ সুলতানা। হাকিমপুর উপজেলার এই কৃষি কর্মকর্তার দাবি, সমস্যা সমাধানে কৃষকদের সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে।

দিনাজপুরের ১৩টি উপজেলায় এবার ধান উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে সাড়ে সাত লাখ মেট্রিক টন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply