দুবাই এক্সপোর নির্মাণাধীন ভবন ধসে ৩ শ্রমিক নিহত

|

ছবি: সংগৃহীত

‘দুবাই এক্সপো-টু থাউজেন্ড টোয়েন্টি’র একটি নির্মাণাধীন ভবন ধসে প্রাণ হারিয়েছেন ৩ শ্রমিক। সংকটাপন্ন অবস্থায় রয়েছে আরও ৭২ জন।

বিশ্বমানের নিরাপত্তা ব্যবস্থার ঘোষণা দেয়ার পরও, দুবাইয়ে এ ধরণের দুর্ঘটনায় হতাশ ইউরোপিয়ান পার্লামেন্ট। এরইমধ্যে, ছ’মাসের এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা বয়কটের ঘোষণা দিয়েছে তারা।

ইউরোপিয়ান পার্লামেন্ট জানিয়েছে, বিদেশি শ্রমিকদের সাথে অমানবিক আচরণ করে দুবাই প্রশাসন। যার সবচেয়ে বড় প্রমাণ এই হতাহতের ঘটনা। দুবাইয়ের বাইরেই বাণিজ্য মেলার স্টল তৈরির কাজে নিয়োজিত ২০ হাজারের বেশি শ্রমিক।

অবশ্য ফরাসি পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, ইউরোপিয়ান পার্লামেন্টের বয়কটের সাথে থাকছে না ফ্রান্স। কারণ সংযুক্ত আরব আমিরাতের সাথে প্যারিসের কৌশলগত এবং অর্থনৈতিক সুসম্পর্ক রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply