কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় দু’জনকে ৩দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রোববার (৩ অক্টোবর) দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ আদালতে রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে দুপুর ১১টায় পুলিশের কড়া নিরাপত্তায় মুহিবুল্লাহ হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ সেলিম ওরফে লম্বা সেলিম ও শওকত উল্লাহকে আদালতে তোলা হয়।
কক্সবাজার কোর্ট পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী জানান, মুহিবুল্লাহ হত্যা মামলার দুই আসামিকে ৭ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। আবেদনের প্রেক্ষিতে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে আটক করা হয়েছে। শুক্রবার কক্সবাজারের বিভিন্ন স্থানে অভিযান চালায় সেলিম, জিয়াউর রহমান, আবদুস সালামকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন, এপিবিএন। আর পুলিশি অভিযানে ধরা পড়ে শওকত। জিয়া ও সালামকে রাখা হয়েছে উখিয়া থানায়।
এর আগে, অজ্ঞাতদের আসামি করে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন মুহিবুল্লাহর ভাই হাবিবুল্লাহ।
Leave a reply