রুশ হস্তক্ষেপ তদন্তে গ্র্যান্ড জুরি আহ্বান

|

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তে গ্র্যান্ড জুরি আহ্বান করেছেন রাষ্ট্রীয় বিশেষ কৌসুলি রবার্ট মুয়েলার। বৃহস্পতিবার, ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এই তথ্য প্রকাশ করে।

মার্কিন গণমাধ্যমটির দাবি, আগামী দু’এক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই জুরি বসতে পারে। এরই মধ্যে ট্রাম্পের ছেলের সাথে রুশ আইনজীবী ও অন্যান্যদের বৈঠক সংক্রান্ত অভিযোগের তদন্তে সমন জারি করা হয়েছে।

মুয়েলার তদন্তের শেষ প্রান্তে পৌঁছানোয় জুরি গঠনের আহ্বান জানিয়েছেন বলেও দাবি ওয়াল স্ট্রিটের। ২০১৬ সালের নির্বাচনে মস্কোর হস্তক্ষেপ ইস্যুতে তদন্ত করছেন সাবেক এফবিআই প্রধান।

মার্কিন বিচারব্যবস্থায় যখন কোন মামলায় শক্ত তথ্য-প্রমাণ পাওয়া যায়, কিন্তু অভিযুক্ত দোষী কি-না তা প্রমাণ করা কঠিন হয় পড়ে; তখনই আহ্বান করা হয় গ্র্যান্ড জুরি বোর্ড। সমন জারি, বৈধ রিট দাখিল, তথ্য-প্রমাণ যোগান বা প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি লিপিবদ্ধ করার এখতিয়ার রাখে এই বোর্ড।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply