পিছিয়ে যেতে পারে বাংলাদেশের ওমান যাত্রা

|

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় শাহীনের কারনে মাস্কাট এয়ারপোর্টগামী বিমান বাতিল করলো বাংলাদেশ এয়ারলাইন্স। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের খেলোয়াড়দের ওমানে যাওয়া পিছিয়ে যেতে পারে।

আজ রোববার (৩ অক্টোবর) রাত পৌনে ১১টায় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ওমানের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল বাংলাদেশের খেলোয়াড়দের। কিন্তু ওমান এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানায়, সাইক্লোন শাহীনের ক্ষয়ক্ষতি রোধে সকল বিমান বাতিল করা হয়েছে। ফলে বাংলাদেশ এয়ারলাইন্সও তাদের মাস্কাটগামী বিমানগুলো বাতিল করেছে। পরবর্তীতে বাতিলকৃত বিমানের পুনরায় সূচি দেওয়া হবে বলে জানিয়েছে ওমান এয়ারপোর্ট কর্তৃপক্ষ।

ওমানে বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ দল খেলবে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। ১৯ অক্টোবর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানের সাথে খেলবে লাল-সবুজরা জার্সিধারীরা। বাছাই পর্বের শেষ ম্যাচে ২১ অক্টোবর খেলা পাপুয়া নিউগিনির বিপক্ষে। এই পর্ব টপকাতে পারলেই মাহমুদউল্লাহ রিয়াদের দলকে যেতে হবে আরব আমিরাতে। সেখানে খেলা হবে সুপার-১২ রাউন্ড।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply