মিলানে ভবনের সাথে সংঘর্ষে বিধ্বস্ত প্রাইভেট জেট, নিহত ৮

|

দূর্ঘটনার পর আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকল বাহিনীর সদস্যরা।

ইতালির মিলান শহরের কাছে একটি দ্বিতল ভবনের সাথে সংঘর্ষে বিধ্বস্ত হয়েছে একটি যাত্রীবাহী প্রাইভেট বিমান। রোববারের এ দুর্ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে আটজন।

আজ রোববার (৩ অক্টোবর) মিলানের উপকণ্ঠে লিনাতে সিটি বিমানবন্দর থেকে সার্ডিনিয়ার উদ্দেশ্যে রওনা হয় বিমানটি। পরে শহরের বাইরে একটি মেট্রো স্টেশনের পাশে বিধ্বস্ত হয় এটি। জানা গেছে, একটি ফাঁকা দ্বিতল ভবনের উপর আছড়ে পড়লে আগুন লেগে যায় বিমানটিতে। প্রাণ হারান বিমানে থাকা আট আরোহীর সবাই।

এসময় ভবনের পাশের রাস্তার দাঁড় করিয়ে রাখা কয়েকটি গাড়িতেও আগুন লেগে যায়। ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বিমান বিধ্বস্তের কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছুই জানাতে পারেনি কর্তৃপক্ষ। তাদের ধারণা, যান্ত্রিক ত্রুটির কারণেই ঘটেছে এ দুর্ঘটনা। নিহতদের পরিচয় জানা যায়নি এখনও।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply