নোরিন রেডবার্গ নামের যুক্তরাষ্ট্রের এক মহিলা স্বামী মাইকেলের সাথে আরকানসাসের আগ্নেয়গিরির পার্শ্ববর্তী ডায়মন্ড স্টেট পার্কে বেড়াতে গিয়েছিলেন। সেখানে যেয়ে এমন মহামূল্যবান এক হীরার সন্ধান পাবেন তা স্বপ্নেও কল্পনা করেননি ওই দম্পতি।
নোরিন বলেন, হাঁটতে হাঁটতে হঠাৎ একটি পাথর বাঁধে পায়ে। সেটি দেখে ভালো লাগায় সেটি তুলে নিই। পরে জানতে পারি সেটি একটি ৯ দশমিক ৭ ক্যারেটের একটি ইয়েলো ডায়মন্ড।
সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, নোরিন আরও বলেন- আমি বুঝতেই পারিনি ওটি একটি হীরা। দেখতে চকচকে আর পরিষ্কার হওয়ার কী মনে করে সেটি তুলে নিয়েছিলাম।
পার্কটির সুপারিন্টেনডেন্ট ক্যালেব হাউয়েল বলেন, হীরাটি প্রায় একটি জেলিবিনের মতো বড়। অনেকটা নাশপাতির আকারে লেমনেড রঙের হীরাটি দেখতে খুবই চমৎকার।
পার্কটি দর্শনার্থীরা কিছু পেলে সেটি তাদেরকে নিয়ে যেতে দেয়। ১৯০৬ সাল থেকে আজ অবধি পার্কটিতে ৭৫ হাজারের বেশি হীরা পাওয়া গেছে।
চলতি বছরেই পার্কটিতে ২৫৮টি হীরা মিলেছে। দৈনিক একটি কিংবা দুটি করে হীরা মেলে পার্কটিতে। সবমিলে ৪৬ ক্যারেটের বেশি হীরা মিলেছে চলতি বছরেই।
Leave a reply