কাবুলে বোমা বিস্ফোরণে নিহত ৫ বেসামরিক

|

কাবুলে বোমা বিস্ফোরণে নিহত ৫ বেসামরিক

ছবি: সংগৃহীত

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ্ মুজাহিদের মায়ে’র আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদে ঘটানো হলো বোমা বিস্ফোরণ! রাজধানী কাবুলের ঐ হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫ জন।

রোববার ঈদগাহ মসজিদের বাইরে চালানো হয় হামলাটি। ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন মিলাদে আগতরা; সংকটাপন্ন অবস্থায় আরও ৪ জন।

অবশ্য হতাহতদের মধ্যে কোন তালেবান সদস্য নেই- এমনটা নিশ্চিত করেছেন গোষ্ঠীটির মুখপাত্র বিলাল কারিমি। জানান- সবাই মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকা বেসামরিক আফগান। এরইমাঝে সন্দেহভাজন ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে। মসজিদ এলাকা ঘিরে ফেলা হয়েছে কঠোর নিরাপত্তা বেষ্টনীতে। এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে আইএসকেপি’কে (ISKP) এরজন্য সন্দেহ করা হচ্ছে। ধারণা- তালেবানের শীর্ষ নেতারাই ছিলেন টার্গেট।

সবশেষ আগস্টে, কাবুল বিমানবন্দরে ঘটানো বিস্ফোরণে প্রাণ যায় ১৩ মার্কিন সেনাসহ ১৮২ জনের।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply