বুন্দেসলিগায় প্রথম পরাজয়ের স্বাদ পেলো বায়ার্ন

|

ছবি: সংগৃহীত

জার্মান লিগ বুন্দেসলিগায় মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে ২১ বছর পর আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে হেরেছে দলটি।

ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২৯ মিনিটে লিড নেয় বায়ার্ন মিউনিখ। রবার্ট লেভানডোভস্কির অ্যাসিস্টে গোল করেন লেয়ন গোয়েটস্কা। মিনিট দুয়েকের মাথায় দারুন এক হেডে ফ্রাঙ্কফুর্টকে সমতায় ফেরান অধিনায়ক মার্টিন হিন্টেরেগের। প্রথমার্ধের শেষ দিকে সার্গেই জিনাব্রির শট প্রতিহত হয় গোলপোস্টে। বিরতির পর গোলের সহজ সব সুযোগ নষ্ট করেন লেভানডোভস্কি, জিনাব্রি ও লেরয় সানে। উল্টো ম্যাচের শেষ দিকে দারুণ এক গোলে ফ্রাঙ্কফুর্টকে জয় এনে দেন ফিলিপ কোস্তিচ।

এই ম্যাচ হেরেও ১৬ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগায় টেবিলের শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ। সমান ম্যাচে সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে টেবিলের দ্বিতীয় স্থানে আছে বায়ার লেভারকুসেন। আর আজকের ম্যাচে জয় পাওয়া ফ্রাঙ্কফুট আছে তালিকার তের নম্বরে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply