সাইক্লোন ‘শাহিন’র তাণ্ডবে বিপর্যস্ত ওমান ও ইরান উপকূল। সোমবার (৪ অক্টোবর) সকাল পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে দেশ দুটি।
রোববার (৩ অক্টোবর) ঘণ্টায় ১২০ থেকে দেড়শো কিলোমিটার গতিবেগে ভূখণ্ডে আঘাত হানে সাইক্লোনটি। যার প্রভাবে তুমুল বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া বইছে। ওমানের একটি শিল্প এলাকায়, ভূমিধসে প্রাণ হারিয়েছেন দুই এশিয়ান শ্রমিক। ঘরবাড়ি ভেঙ্গে পড়ায়, পানির তোড়ে ভেসে গেছে এক শিশু। ঐ এলাকায়, এখনো এক ব্যক্তি নিখোঁজ। বাদবাকি মানুষ মারা গেছেন ইরানের উপকূলীয় এলাকায়।
আবহাওয়া অফিস বলছে, প্রবল বন্যা এবং ভূমিধস হচ্ছে উপকূলীয় এলাকাগুলোয়। অস্থায়ী শিবিরে সরানো হয়েছে কমপক্ষে ৩ হাজার মানুষকে। বাকিদেরও, নিরাপদ আশ্রয়ে যাওয়ার তাগিদ দিয়েছে কর্তৃপক্ষ। ক্যাটাগরি ফোর মাত্রার এই ঘূর্ণিঝড়ের তীব্রতা থেকে রক্ষায় বন্ধ মাস্কট থেকে চলাচলকারী বিমান ফ্লাইট।
Leave a reply